Skip to main content
আমি জোর করে, নিজের মত করে
  তোমার হাত পা চোখ মুখ লিঙ্গ আঁকব না
 
আমি বলবও না - ওগুলো দরকারি ছিল
           কিম্বা ছিল গুরুত্বহীন
 
তুমি নিজেকে নিজে গড়বে
  আমি দেখে হয়ত বলব, সুন্দর
      কিম্বা বলব, অসুন্দর
 
  আবার সম্পূর্ণ উদাসীনও থাকতে পারি
 
 

Category