Skip to main content

বিজ্ঞান ততটা মর্মভেদী যেন কোনোদিন না হয়
রক্ত হৃৎপিণ্ড পরীক্ষা করতে তোমার লুকানো নাম খুঁজে পায়!

মরণ ততটা শক্তি যেন কোনোদিন না পায়
মাটি কি আগুন দিয়ে প্রেমাস্পদের দৃষ্টি ছিনিয়ে নেয়

সময় অতটা ক্ষমতাশীল যেন কোনোদিন না হয়
যুগ-যুগান্ত পেরোনো অপেক্ষায় বিস্মরণের গ্রহণ ঢেকে দেয়

Category