সৌরভ ভট্টাচার্য
24 October 2017
আমরা যখন প্রকাশ্য রাস্তায় নারী-পুরুষ নির্বিশেষে ধর্ষণ ব্যাপারটা মেনেই নিয়েছি, তখন আসুন না, আমাদের সংবিধানে ধর্ষণটাকে বৈধ ঘোষণা করে দিই। অকারণ তবে এই খবরগুলো আর পড়তে হয় না, জ্বলতে হয় না। রাস্তায় যেখানে সেখানে প্যান্টখুলে হিসি করার মত ব্যাপারটাকে ইজি করে নিই।
এমন 'অবলা' জীবগুলোকে অকারণ আইনি জটিলতা, মানবিকতার মত কঠিন পাঠ শেখানোর কি দরকার বাপু! ছেড়ে দাও, চরে খাক। মেরুদণ্ড সোজা বাঁকা প্রশ্ন মেরুদণ্ডীর আসে। আমরা এখন জেলিফিশ।