সৌরভ ভট্টাচার্য
7 January 2021
সমস্তটুকু আড়ালেই ছিল
আমিও ছিলাম
যেদিন সবটুকু বাইরে এল
আমিও নিজেকে নিয়ে বাইরে এলাম
বাইরে সেদিন কিসের যেন মেলা
বাইরে সেদিন কিসের যেন উৎসব
ক্রমশ হাত ছেড়ে গেল
রেশ কেটে গেল
সুখ ভ্রান্তিতে মিশে গেল
ঘুম যখন ভাঙল
ভাঙা মেলার ফিরে যাওয়া
উৎসব শেষের অবসন্নতা
কেউ ডাকতে এল না
কেউ চিনতে পারল না
ফিরে আসার রাস্তা তো ছিল
ফিরে আসার টান রইল না
যত তারা, যত অন্ধকার,
যত আলো, যত মেঘ
সবের আড়ালে যেন কে
সে চেনা, অথচ চেনা নয়
সে আমার, যেন আমার নয়
সে পর, অথচ অপরিচিত নয়
এক অপূর্ব অন্ধকার জন্মালো চারদিকে
সমস্ত মাথা ঘিরে
মহাকাশের মধ্যে ডানা বিস্তার করে বলল,
জেগে থাকো