সৌরভ ভট্টাচার্য
4 July 2022
সব কোলাহলের পাশাপাশি
এক অবিচ্ছিন্ন নিস্তব্ধতা জেগে থাকে
সব অশান্তির পাশাপাশি
এক অবিচ্ছিন্ন শান্তি জেগে থাকে
সব ঘৃণা, হিংসার পাশাপাশি
এক অবিচ্ছিন্ন সর্বংসহা গ্রহিষ্ণু ইচ্ছা জেগে থাকে
শুধু পাশটুকু ফেরার অপেক্ষায়
জীবন এক অক্ষ থেকে
আরেক অক্ষে মুহূর্তে বদলে যেতে পারে
কারণ প্রতিটা বিচ্ছিন্ন একাকীত্বের গভীরে
এক অসীম পরিখাহীন আনন্দময়তা জেগে থাকে
(ছবি: ইন্টারনেট)