Skip to main content
jege thake

সব কোলাহলের পাশাপাশি 
এক অবিচ্ছিন্ন নিস্তব্ধতা জেগে থাকে

সব অশান্তির পাশাপাশি 
এক অবিচ্ছিন্ন শান্তি জেগে থাকে 

সব ঘৃণা, হিংসার পাশাপাশি 
এক অবিচ্ছিন্ন সর্বংসহা গ্রহিষ্ণু ইচ্ছা জেগে থাকে 

শুধু পাশটুকু ফেরার অপেক্ষায় 
জীবন এক অক্ষ থেকে
   আরেক অক্ষে মুহূর্তে বদলে যেতে পারে

কারণ প্রতিটা বিচ্ছিন্ন একাকীত্বের গভীরে
এক অসীম পরিখাহীন আনন্দময়তা জেগে থাকে

 

(ছবি: ইন্টারনেট)

Category