Skip to main content

আমি জেগে আছি
তুমি জেগে?
যদি জেগে থাকো তবে
কিছুটা অন্ধকার ঠেলে সরিয়ে
                     পাশে এসো।
অনেক যুগ ধরে কিছু কথা বলা হয় নি।
বাকলের মত মনের গায়ে লেগে আছে
কিছু কথার আবরণ।
ওগুলো মিথ্যা কথা।
তুমি সত্যি কথাটা খুঁজে বার করো
   আমার বুক খুঁড়ে
                আমি অপেক্ষায় আছি।

কি গো জেগে আছো?
যদি জেগে আছো তবে
কিছুটা পথ এগিয়ে এসো না
                  আমিও আসছি।

Category