সৌরভ ভট্টাচার্য
22 April 2016
প্রতিদিন যদি একবার ডাকো
যদি একবারই যাও ছুঁয়ে
যদি একবার চাও তৃপ্ত নয়নে
যদি এক পা-ই হাঁটো -
সাথে নিয়ে
প্রতিদিন তবে তোমারই হোক
প্রতিদিন শুধু তুমি
তোমার বাইরে আর কি বা খোঁজা
তোমার আড়ালে আমি
এ জগতের ভার আমার নয় তো
তবে ভাবনা এত কেন
আমার হাতেই বা কতটুকু আমি
নিজেই হর্তাকর্তা যেন
যা যায় যাক, যদি যাবার হয়
যা থাকার তা থাক
সব সুর যেন সমে এসে ফেরে
যেদিন মিটবে ঘূর্ণিপাক