সৌরভ ভট্টাচার্য
8 April 2015
যেদিন আমি ক্ষেপব-
সেদিন টগরকে বলব, লাল গোলাপ
তোমায় তাই মানতে হবে
মানতেই হবে
বাড়ির উঠানের জবা গাছকে বলব-
"হে পারিজাত বৃক্ষ, দাও একটি পারিজাত পুষ্প
আমার হস্তে, গাঁথিব তাহার খোঁপাতে!"
তুমি জবা গাঁথবে খোঁপাতে
সেই আমার পারিজাত
আমাদের পারিজাত
রাতের আকাশের দিকে তাকিয়ে বলব-
তোমার শাড়ি কে মেলল মাথার উপর!
এত জোনাকি ঘিরে?
চাঁদকে বলব, ভাই তুমি কি লুকিয়েছ ওর সাজের বাক্স?
আনব পেড়ে নীচে?
তুমি তখন আদিম সাজে
অ্যামাজনের রহস্য ঘিরে তোমায়
সে জঙ্গলে আমি একা, সিংহের মত একা
রক্তে স্নায়ুতে ক্ষেপা, পুরোদস্তুর ক্ষেপা।