sumanasya
8 September 2023
যে সময়টা ছিল
সে সময়টা ভীষণরকম সত্যি ছিল
যেই সে সময় স্মৃতির মত হল
মিথ্যা সত্য মিলে
সেটা আধা হলাহল
আধা অমৃতময় হল
যে সময়টা হবে
সে সময়টা ভীষণরকম সত্যি হবে
যেই সে সময় ভাবনার মত হল
হওয়ার আগেই মনেতে জন্ম নিল
সেটাও অমনি আধা হলাহল
আধা অমৃতময় হল