sumanasya
5 February 2023
যে নতুন এসেছে,
যে এই অতি প্রাচীন পৃথিবীটার সামনে দাঁড়িয়েছে নতুন করে
ইচ্ছা করে
সব চাইতে পুরোনো কথাটা
নতুন করে বলি তার কানেকানে
আবার
"কোনোদিন কাউকে খাঁচায় পুরতে চাস না,
নিজেকেও না,
না তো নিজের বানানো খাঁচায়
না অন্যের"
প্রার্থনা করি,
তোর ডানায় থাকুক নীল পালক
তোর নীড়ে বসুক আলো বাতাসের পাঠশালা
তোর মিতালি জমুক আকাশের সাথে
অফুরান