সৌরভ ভট্টাচার্য
16 April 2016
যে কোনো মুহুর্তে যা কিছু হয়ে যেতে পারে
যেতেই পারে
এক নিমেষেই এত নিবিড়ভাবে থাকা
না থাকা হয়ে যেতে পারে
যেতেই পারে
তাই প্রতিটা মুহুর্তে প্রতিটা মুহুর্তকে বাঁচা যেতেই পারে
প্রতিটা মুহুর্তেরই জন্য বাঁচা যেতেই পারে
বিন্দু বিন্দু মুহুর্তরা মিলে সব শেষে একটা সরল রেখা
কিম্বা একটা বৃত্তে পরিণতি পেতেই পারে
যে কোনো মুহুর্তে যা কিছু ঘটে যেতেই পারে