Skip to main content
 
বেশির ভাগ বাঙালি ছেলেরা মায়ের ইচ্ছায়, বাড়ির চাপে, বাড়ির জন্য বিয়ে করে, (যদি না প্রাকপর্ব থাকে)।
তারপর সেই বিবাহিত মাতৃগত, পরিবারগত ছেলেরা বউয়ের জন্য খারাপ হয়ে যায়।
সিদ্ধান্ত - বেশিরভাগ বাঙালি সন্তান, অবশ্যই পুরুষ সন্তান, বিবেকানন্দ প্রমুখ হওয়ার পোটেনশিয়ালিটি রেখেও, স্রেফ নারীকূলের জন্য, সে মা-ই হোক, কিম্বা বউ - মহাপুরুষ হতে হতে, হতে পারল না। জয়গুরু।