সৌরভ ভট্টাচার্য
10 November 2014
যে চলতে চায়
সে ঘন জঙ্গলেও পায় পথ
যে চলতে চায় না
সে রাজপথেও দেখে খন্দ
যে বিশ্বাস করতে চায়
সে একটা পাথরেও দেখে অনন্ত
যে বিশ্বাস করতে চায় না
সে ষোড়শোপচারে পূজাতেও থাকে ক্ষুন্ন
যে ভালবাসতে চায়
সে রুপ গুণ সবই করে আবিস্কার
যে ভালবাসতে চায় না
সে খুঁতের পরে খুঁতের পাহাড়ে ভার
তাই চাওয়ার খুশিতেই জগৎ
না হলে তাজমহলও কবর!
সে ঘন জঙ্গলেও পায় পথ
যে চলতে চায় না
সে রাজপথেও দেখে খন্দ
যে বিশ্বাস করতে চায়
সে একটা পাথরেও দেখে অনন্ত
যে বিশ্বাস করতে চায় না
সে ষোড়শোপচারে পূজাতেও থাকে ক্ষুন্ন
যে ভালবাসতে চায়
সে রুপ গুণ সবই করে আবিস্কার
যে ভালবাসতে চায় না
সে খুঁতের পরে খুঁতের পাহাড়ে ভার
তাই চাওয়ার খুশিতেই জগৎ
না হলে তাজমহলও কবর!