Skip to main content
যে চলতে চায়
সে ঘন জঙ্গলেও পায় পথ
যে চলতে চায় না
সে রাজপথেও দেখে খন্দ


যে বিশ্বাস করতে চায়
সে একটা পাথরেও দেখে অনন্ত
যে বিশ্বাস করতে চায় না
সে ষোড়শোপচারে পূজাতেও থাকে ক্ষুন্ন


যে ভালবাসতে চায়
সে রুপ গুণ সবই করে আবিস্কার
যে ভালবাসতে চায় না
সে খুঁতের পরে খুঁতের পাহাড়ে ভার


তাই চাওয়ার খুশিতেই জগৎ
না হলে তাজমহলও কবর!

Category