Skip to main content

কত বছরের অশ্বত্থগাছ জানি না

যে পাখিগুলো সন্ধ্যেবেলা ফেরে

    সকালে বেরিয়ে

তারাও জানে না

 

শুধু জানে

  এই সেই গাছ

       যেখানে ফেরা যায়

 

       আশ্রয় 

 

=====

 

অশ্বত্থের নীচে কয়েকটা টেবিল চেয়ার পাতা

      বিকেল থেকে চলে চায়ের আড্ডা

 

প্রতিদিন গোধূলিতে

     পাখিগুলো ফেরে

মানুষেরা অনর্গল কথা বলে চলে

    কিম্বা মোবাইলে, ল্যাপটপে, দুশ্চিন্তায়

            বিচ্ছিন্ন হয়ে থাকে

 

   যদি একবার শুনত

         কয়েক ধাপ ডুবে

               প্রাণের মধ্যে পেত

                      ধ্বনির আশ্রয়

 

    যে আশ্রয় অনর্থক শব্দ দেয় না

Category