Skip to main content

পরিপাটি করে সাজানো ঠাণ্ডা ঘর
রঙীন আলোর মোহময়ী আচ্ছন্নতা
হাসিমুখে পাশ্চাত্য ভাষায় শৌখিন ভদ্রতামাখা
চেয়ারে টেবিলে পরিষ্কার থালা বাসনে কাঁটাচামচ
ইংরাজী ভাষায় কোনো পুরুষ কণ্ঠের গান বাজছে
মানবিক আবেগটা ঘন রঙীন কাঁচের জানলায় ঠোক্কর খেয়ে
            মাটিতে ঝুরঝুর চুরচুর হচ্ছে

বাইরের জগতের শব্দ আসে না
বাইরের জগতের ধুলো আসে না
বাইরের জগতের উষ্ণতা আসে না

ভীষণ নম্র কিছু মানুষ ঝুঁকে আছে তীক্ষ্ণ আতিথেয়তায় 
   রোদ-জল-বায়ু আর চামড়ার স্পর্শ হারানো সভ্যতায় মমি হওয়ার ষড়যন্ত্র প্রতিদিন

  নাকটাকে প্রাণপণ তুলে রেখে বাঁচার চেষ্টা
     যতক্ষণ পায়ে আর শিরদাঁড়ায় আছে জোর

Category