সৌরভ ভট্টাচার্য
2 December 2018
‘ঈর্ষারা সুরক্ষিত হোক’
মন্দিরের দরজায় দাঁড়িয়ে
এমন একটা প্রার্থনা করার সময়
লোকটা হঠাৎ করে কেঁদে উঠেছিল
যারা তার কান্না শুনেছিল
তারা সূর্যাস্তের রঙে নিকানো
দিগন্তরেখা ধরে উড়ে আসা
একটা সাদা বক দেখেছিল
যারা তা শুনতে পায়নি
তারা পূজো শেষে
মন্দিরের বাইরের অন্ধকারকে বলেছিল
‘ঐশ্বরিক’