সৌরভ ভট্টাচার্য
19 January 2019
একটা দাগ টানা থাকত
বাংলা অক্ষর সীমারেখা টেনে বলত,
ওই যে অতদূর ছিল চূড়া
বাংলা অক্ষর সীমারেখা টেনে বলত,
ওই যে অতদূর ছিল চূড়া
সেই অদ্দূর টানা সীমা
যাদের যাদের হাত ধরে
তারা চলে যাচ্ছেন সার বেঁধে
অভিমানে না কালের নিয়মে?
জানি না।
যেতে যেতে যেন বলে যাচ্ছেন -
"অক্ষরগুলো সামলে রেখো,
শুধু উঁচুতে উঠলেই হয় না
ঘাস হও কি বট
শক্ত করে
মাটিটা কামড়ে পড়ে থেকো"।
যাদের যাদের হাত ধরে
তারা চলে যাচ্ছেন সার বেঁধে
অভিমানে না কালের নিয়মে?
জানি না।
যেতে যেতে যেন বলে যাচ্ছেন -
"অক্ষরগুলো সামলে রেখো,
শুধু উঁচুতে উঠলেই হয় না
ঘাস হও কি বট
শক্ত করে
মাটিটা কামড়ে পড়ে থেকো"।