Skip to main content
jara

নিজের সঙ্গে এক্কাদোক্কা খেলতে খেলতে

গুটিটা হারালো অন্ধকারে

 

চিত্তের প্রাগৈতিহাসিক অন্ধকার

 

দ্বন্দ্ব এসে পা জড়ালো

হাতের উপর হাত রাখল এসে

       স্নেহ, ভালোবাসা, দায়িত্ব

 

তবু যেতে হবে

   অন্ধকারে যা হারালো

      তাকে খুঁজে পেতে হবে

 

"অন্ধকারকে না জেনে অন্ধকারে যেও না!"

     সাবধানী শোনালো সাবধান বাণী

 

"যেতে পারো, পেলেও পেতে পারো আলোর সন্ধান"

       দার্শনিক উৎসাহের সঙ্গে বলল

 

যাওয়া যায়!

   যদিও নিজের সঙ্গে খেলাটাই থামিয়ে দেওয়া যায়।

 

"খেলা থেমে গেলে,

    আচমকা অন্ধকার হারিয়ে গেলে

কি থাকবে জানো?"

 

   এক বৃদ্ধ বটগাছ জিজ্ঞাসা করল

 

    আরো অন্ধকার?

         আমি জিজ্ঞাসা করলাম

 

সে বলল, না গো না,

   থাকবে শুধু স্যাঁতসেঁতে ছায়া

        যে ছায়ায় শুয়ে অসংখ্য মানুষ  

       যারা কোনো একদিন অন্ধকার হারিয়েছিল

 

 

(ছবি: Debasish Bose)

Category