Skip to main content

সারা বিশ্বে একজনই আছে
যার বুকে মাথা রাখলে ঘুম আসে
                  সে তুমি
সারাদিন ঘুরে ঘুরে, ক্লান্ত হয়ে
যার জন্য ফিরে কলিং বেলের সুইচে হাত রাখি
                   সে তুমি

যার জন্য বসন্তকে ফুলদানি সাজিয়ে রাখি
                    সে তুমি
যার জন্য ঘন বর্ষায় রাত জেগে ছাদে বৃষ্টি শুনি
                     সে তুমি
যার জন্য নাস্তিক হয়েও পুনর্জন্মের স্বপ্ন দেখি
                      সে তুমি

Category