সৌরভ ভট্টাচার্য
13 December 2015
ধর্ম, শাস্ত্র, নীতি - তোমরা দূরে যাও
আমার লাগছে
আমার গলায় তোমাদের দশ আঙুলের দাগ
আমার দম আটকাচ্ছে, যাও -
তোমাদের নরকে আমার ঠিকানা লিখে রেখো
আমি যাব, আনন্দের সাথে যাব, স্বেচ্ছায় যাব
কোনো অভিযোগ থাকবে না আমার
তবু এ ক'দিন -
আমি আকাশকে নীল দেখব, ঘাসকে দেখব সবুজ
প্রাণের তৃষ্ণার জল খুঁজে আনব পাতাল খুঁড়ে
কলঙ্কের মেঘে আঁকব রামধনু
দোহাই তোমাদের, আমায় একটু বাঁচতে দাও