সৌরভ ভট্টাচার্য
19 October 2014
তোমার চোখের দিকে তাকালে
জিজ্ঞাসা করতে ইচ্ছা করে-
"তুমি কি কাঁদছিলে?"
তোমার গলার আওয়াজ শুনলে মনে হয়,
তুমি কি ডুব সাঁতারে তল খুঁজছিলে
অভিমানী হৃদয়ের?
তোমার হাতের স্পর্শে আমার বুকের ভেতরটা
তুলোর মত নরম হয়ে ফেঁপে ওঠে,
তোমার হাতের তালুতে
কি ভালবাসার পাগলা নদী?
তোমার ঠোঁটে ঠোঁট রাখলে
আমার গত জন্মের আমি এসে সামনে দাঁড়ায়,
তুমি কি জাতিস্মর?