সৌরভ ভট্টাচার্য
8 December 2017
যেন একটা রেসের মাঠ। সব ধর্মপ্রণেতা পুরুষেরা ঘোড়াগুলোর জায়গায় দাঁড়িয়ে। গ্যালারীতে বিভিন্ন সম্প্রদায়ের লোক। কত রঙের পোশাক। সাদা, গেরুয়া, কালো, নীল, লাল। সব্বাই চীৎকার করছে - আরো জোরে...আরো জোরে...আমরা এগিয়ে...আসল ঈশ্বর আমাদের...ওদের নকল...জোরে... জোরে...জোরে....
শুধু যেন শেষ অবধি পৌঁছানোর অপেক্ষা...
কেউ কেউ গ্যালারির বাইরে বসে অপেক্ষা করছে একটা ভূমিকম্পের কিম্বা ঘূর্ণিঝড়ের..
সবার পিছনে, সবার অলক্ষ্যে বসে ঈশ্বর
আতঙ্কে ঠকঠক করে কাঁপছেন