Skip to main content

তোর ঠোঁটের উপর আমার ঠোঁট রেখে
বুঝলাম, হৃদয়টা এতদিন বেওয়ারিশ ছিল।

তোর হাতে হাত রাখতেই বুঝলাম
এতদিন আমার কাছে আমি ছিলাম অবৈধ ।

তোর পালকের মত উষ্ণ শরীরে ডুবে বুঝলাম
কোন্ জন্মের হারানো ঠিকানা খুঁজে পেলাম।

তোর স্থির নিমগ্ন চোখে চোখ রেখে বুঝলাম
এতদিন আমি নাস্তিক ছিলাম।

 

Category