সৌরভ ভট্টাচার্য
14 March 2022
এই যে জানলাটা
এ বিস্মিত হয় না, উদাস হয় না, মুগ্ধ হয় না, অবাক হয় না
এই জানলাটার ওপাশে যে দাঁড়ায়
যে তাকায়,
সে-ই কেবল হয়
এই যে আমি
সেকি জানলা?
নাকি তার পিছনে আরেক আমি?
(ছবি Debasish Bose)