Skip to main content
আমি জানতাম।
তবু বলিনি। তুমি বলবে বলে।
তুমি বললে না। শুধু কাঁদলে।
আমায় অপরাধী করল তোমার চোখের জল।
সে বলল নীরবে,"তুমি তো জানতে।"