সৌরভ ভট্টাচার্য
18 October 2016
গোলাপগুলোয় আগুন জ্বলছে
জল অভিমানী নাকি বীতশ্রদ্ধ?
তাকে ডাকলেও সাড়া দিচ্ছে না
বরফ হয়ে আছে। আগুনকে বলেছে, আড়ি।
জল অভিমানী নাকি বীতশ্রদ্ধ?
তাকে ডাকলেও সাড়া দিচ্ছে না
বরফ হয়ে আছে। আগুনকে বলেছে, আড়ি।
রক্ত, ধমনী শিরায় নয়
রাস্তায় লেগেছে কিছু
আর কিছু এর ওর হাতে
চোখের দৃষ্টিতেও
জল বেয়াড়া হয়েছে। মুছবে না সে দাগ।
মুখ ফিরিয়ে পাথরকে বলেছে, আড়ি।
রাস্তায় লেগেছে কিছু
আর কিছু এর ওর হাতে
চোখের দৃষ্টিতেও
জল বেয়াড়া হয়েছে। মুছবে না সে দাগ।
মুখ ফিরিয়ে পাথরকে বলেছে, আড়ি।
নরম মেঘ নেই যে বৃষ্টি হবে
মেঘের বুকে কঠিন গর্জন, বিদ্যুতের ঝলকানি। অভিমানী জল নামবে না মাটিতে, গোঁ ধরেছে।
মেঘের বুকে কঠিন গর্জন, বিদ্যুতের ঝলকানি। অভিমানী জল নামবে না মাটিতে, গোঁ ধরেছে।
এ সবের কারণ কি?
জল বলল -
মানুষ বড় বোকা হয়েছে
মানুষ বড় হিংস্র হয়েছে
মানুষ বড় নিষ্ঠুর হয়েছে
জল বলল -
মানুষ বড় বোকা হয়েছে
মানুষ বড় হিংস্র হয়েছে
মানুষ বড় নিষ্ঠুর হয়েছে
তাই জল আজ মুখ ফিরিয়েছে