Skip to main content

যখন বুঝলে
আর কোনো নতুন দান দেওয়ার নেই তোমার
     খেলার ছক উলটে চলে যেতে চাইলে
শুধু জানতে চাইলে না
   জেতার মুখে এসেও
       আমি খুশি হয়েছিলাম কিনা!