হইহট্টগোল ডামাডোলের মধ্যে মন বেচারা থতমত খেয়ে বসে।
ইশারায় ডাক দিলাম,
বললুম, ইদিকে আয়
তুই ওসবের মধ্যে ঢুকেছিস কি মত্তে?
কি হাল হয়েছে নিজের দেখেছিস?
সারাগায়ে ধুলোবালি!
মন অমনি আমায় জাপটে ধরে
ঠোঁট ফুলিয়ে, ভ্যাঁ করে দিল কান্না জুড়ে
তারপর ফোঁপাতে ফোঁপাতে বলল -
ওরা আমার সব কিছু কেড়ে নিল
সব খেলনা বাটি
এমনকি খেলার ঘরটা পর্যন্ত
তাও চোট্টামি করে!
আমি মনকে বললুম, ব্যস! এইটুকুন কথা!
আরে আমি তো আছি!
সব গড়ে দেব আবার
ভালো করে চেয়ে দেখ চারধার
তোর খেলাঘরের জগতটুকু গেলেও
দিনদুনিয়ায় খেলার কি অভাব হবে?
না খেলাঘরের?
মন হাঁ করে চারদিকে চোখ বুলিয়ে বলল
তাই তো!
আমি বললুম হ্যাঁ তো, আর ফাউতে রইলাম আমি নিজেই, তোকে ছেড়ে যাই কোথা!
তুই তো আমার এক সবেধন নীলমনি
মন খিলখিল করে হেসে উঠে,
মুঠো ঝেড়ে বলল
তবে যা যাওয়ার যাক গে!