Skip to main content
 
আতস কাঁচটা সরিয়ে নাও
নিজেকে এখন বড় কিম্ভূত বিসদৃশ লাগে
আতস কাঁচের তলায় দাঁড়িয়ে থাকতে থাকতে
পুড়ে যেতে যেতে
   এতদিন তো কতবার নিজেকে বোঝালাম
        "এই তো আমার গগনচুম্বী সফলতা"
আর না।
হয় ভেঙে ফেল
নয় ওই আকাশের দিকে ছুঁড়ে ফেলে দাও
 
তুমি তো ঈশ্বর
    আতস কাঁচ কেড়ে নিতে জানো
      চুষিকাঠি কেড়ে কাঁদাতে জানো
 
  এবার তাই হোক
     নিজের কান্নায় ভিজতে ভিজতে
         আরেকবার না হয় অঙ্কুরিত হই
 
তুমি না ঈশ্বর, জীবনবল্লভ?

Category