সৌরভ ভট্টাচার্য
25 June 2015
অনেক রাত।
কিছু তারা জেগে,
কটা প্যাঁচা আর পাড়ার কটা কুকুর-
ওরাও জেগে।
আমিও জেগে।
আমার চোখ আর হৃদয় পাশাপাশি শুয়ে
চোখ দেখেছে তোমার চোখ আজ
হৃদয় ছুঁয়ে এসেছে তোমার মন
ওরা দুজনে এখন তোমার কথাই বলছে
আমি শুনছি,
ঘুম ক'বার এসে ফিরে গেছে,
তা যাক।
তুমি ঘুমাচ্ছো হয় তো,
তোমার বোজা ঘুমন্ত চোখে
আমার আলতো চুমু রইল
ভয় নেই, দাগ থাকবে না।