সৌরভ ভট্টাচার্য
19 January 2019
সবাই জানে
অন্য মানুষ দুষ্টু মানুষ
নিজে ও নিজের
ভালো মানুষ
"এ জগতে কেউ তোমার আপন নয় বাবা, দোষ দেখতে, দিতে শেখো। যদি শান্তি চাও তবে ট্যাক্স দাও, হিসাব চেও না।
আর সব সময় জানবে তোমার আর কেউ থাকুক চাই না থাকুক, আছোলা বাঁশ সব সময় তোমার পিছনে আছে। নিশ্চিন্তে থেকো"। জয়গুরু।