সৌরভ ভট্টাচার্য
25 March 2019
মাঝে মাঝে মনে হয়
বুকের মধ্যে ডিমের কুসুমের মত
একজন ঈশ্বর থাকলে ভালোই হত
বুকের মধ্যে ডিমের কুসুমের মত
একজন ঈশ্বর থাকলে ভালোই হত
ঘুম আসার আগে যে
ন্যাতা বুলিয়ে আমার দুঃখ ভিজে মন
শুকনো করে দিত একটানে
ন্যাতা বুলিয়ে আমার দুঃখ ভিজে মন
শুকনো করে দিত একটানে
ঘুম থেকে উঠে যে
একগ্লাস ঠাণ্ডা কুঁজোর জলের মত
গলা বুক পেট মাথা ঠাণ্ডা করে বলত
এই তো আমি
একগ্লাস ঠাণ্ডা কুঁজোর জলের মত
গলা বুক পেট মাথা ঠাণ্ডা করে বলত
এই তো আমি
যে সুহৃদ কণ্ডাক্টারের মত জীবনের বাঁকে বাঁকে
ঘোষণা করত জায়গার নাম
কোথায় আমার নামার ছিল
কোথায় আমার দুদণ্ড দাঁড়াবার ছিল
কিম্বা কোন দিকে গেলে
কোন বাসে কোথায় পৌঁছানো যেত
বলে যেত
ঘোষণা করত জায়গার নাম
কোথায় আমার নামার ছিল
কোথায় আমার দুদণ্ড দাঁড়াবার ছিল
কিম্বা কোন দিকে গেলে
কোন বাসে কোথায় পৌঁছানো যেত
বলে যেত
এরকম কিছুই হল না
ঈশ্বর বুকের মধ্যে নিঃশব্দে
খিড়কির দরজা খুলে
কবে যেন বেরিয়ে গেল
ঈশ্বর বুকের মধ্যে নিঃশব্দে
খিড়কির দরজা খুলে
কবে যেন বেরিয়ে গেল
জানতে পারলাম না
খিড়কির দরজাটা হাঁ করে খোলা
আমি হাতের কাজ সারতে সারতে
এক একবার অন্যমনে তাকাই
যদি ফিরে আসে!
আমি হাতের কাজ সারতে সারতে
এক একবার অন্যমনে তাকাই
যদি ফিরে আসে!