Skip to main content


যাবার আগে
   আলোটা নিভিয়ে
দরজাটা ভেজিয়ে যেও
         যেন তুমি আসোনি কখনো

আমি মনকে ভুলিয়ে
     পাপোশটা ঝেড়ে আসব
মুছে আসব চটির দাগ
         এটা আমার রোজকার অভ্যেস

বাজারের আওয়াজে
   আমার দীর্ঘশ্বাস চাপা থাক
রাস্তার আলো জানলা বেয়ে আসুক
                দেওয়ালের গায়ে 
     প্রতিবেশীর মত

Category