Skip to main content

জানো মামু সেদিন কি হল?

         গানের দিদিমণি ক্লাসে এলেন। গান শেখাবেন, "আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে"। আমরা সবাই খাতা খুলে বসেছি। উনি গীতবিতান খুলে যেই গেয়েছেন, "আবার এসেছে.." অমনি পুউউউক করে আওয়াজ। কি হল? কি হল? না মিস পাদু করেছেন। আসলে চেয়ারে বসেছিলেন তো, তাই আওয়াজটা এত জোরে হল বুঝলে। আমরা চুপ করে গেছি। কেউ কেউ নাকের কাছে রুমাল ধরবে কি ধরবে না ভাবছি। পাছে মিস রেগে যান। এমন সময় অনুভব বলে উঠল, "কে করল?" আসলে ও কিছু একটা করছিল তাই বুঝতে পারেনি হয় তো। মিস বেশ জোরে বললেন, অ্যাই চোপ!
         আবার গান শুরু হল, "আবার এসেছে"..না এবার কিছু হল না। তবে বকা খেয়ে অনুভব চুপ করে গেল। তারপর যেই না ক্লাস শেষ হল, সে ঘুরে ঘুরে সারা ক্লাস গাইতে লাগল..."আবার আসিছে পাদু পাছু ছেয়ে"....

         কি বলি। নো কমেন্টস। তবে পেটের পেশিগুলো আমার আর মামুর দুজনেরই বেশ ব্যাথা।