সৌরভ ভট্টাচার্য
29 October 2015
সব ছড়ানো থাকবে
আমি চলে যাব
চলে যাব
আমার পায়ের ছাপ
উড়িয়ে নেবে হাওয়া
ধূলো উড়িয়ে চলে যাব
ঝড় থামিয়ে চলে যাব
যখন পাতা ঝরার আওয়াজ আসবে কানে
আমি দরজা ভেজিয়ে বেরিয়ে যাব
আলগা করে
উঠো না তুমি, ঘুমাও
তোমার চোখে জড়ানো শত জন্মের ঘুম
কিছু ফুল পায়ের চাপে দলে যাবে
কিছু কাদা পায়ের সাথে মেখে যাবে
আমি তবু যাব
চলে যাব
সব ছড়ানো থাকবে
আমি চলে যাব
সব তোমারই থাকবে
আমি যাব
চলে যাব