সৌরভ ভট্টাচার্য
24 June 2015
অচেনা রাস্তা, চেনা লাগে তোমার
অচেনা তুমি সবার কাছে তাই
ঝুঁকিকে নাও মুঠোর মধ্যে পুরে
সাবধানীরা এড়িয়ে চলে তাই
দাঁড়াও একটু, আরেকটু যাক বেলা
দেখবে সবাই আশেপাশেই আছে
যাবে কোথায়?
চারদিকে যা নরককুণ্ড জ্বালা!
এবার তুমি একবার দাও ডাক
তোমারই দিকে অলক্ষ্যে সব চেয়ে
দেবেই, জেনো দেবেই মরণ ঝাঁপ!
দাঁড়িয়েছে তারা, বহু অপমান সয়ে
যে অধিকার দুর্বলতার মোহে
হারিয়েছিল শক্তের অবিচারে
মোহ কাটবে, উঠবে আবার জেগে
নিজ অধিকার ছিনিয়ে আনবে কেড়ে
তখন তুমি থাকো বা না থাকো
আগামীকাল জাগবে তোমায় স্মরে
প্রাণবায়ু তার মরণ কি নিতে পারে?
পথ যে দেখায় গভীর অন্ধকারে!