সৌরভ ভট্টাচার্য
3 July 2016
এ পাঁকের দহ থেকে বাঁচাও
তৃষ্ণার জ্বলন্ত কুণ্ডে কিছুকাল আমারও তো কাটল
সব ব্যর্থ হত যদি তুমি না ডাকতে ব্যাথার মত ডাকে
ওরা স্নান সেরে হয় তো এপথ দিয়ে যাবে
ওদের স্তবমালার একটি সুর আমার প্রাণে জাগাও
হোক অক্ষয় সে সুর
প্রাণের সবকটা তার ছিঁড়ে গেলেও
সে সুরের রণনে আনন্দ তান জাগাও
আমার সব অপূর্ণতা সে আনন্দে হবে লীন
আমার চেতনার পাশে বেদনদ্যুতিকে জাগাও
আমায় জাগাও, ক্ষুদ্র ইচ্ছা, ক্ষুদ্র কোলাহল থেকে জাগাও
তোমার অসীম ইচ্ছার মঙ্গল জ্যোতিতে জাগাও
তোমার শান্ত সৌম্য উদার নভেতে জাগাও