Skip to main content

ওদের বুদ্ধি জিতবে
   থাকবে, যতটা তার আয়ুষ্কাল

ওদের মতলবও সার্থক হবে
    টিকে থাকবে সেও
      যতটা তার আয়ুষ্কাল

তারপর ওরা ব্যর্থ হবে
     ব্যর্থ হবে কিছু সুপ্রচেষ্টাও
   যেমন দেবতারা ব্যর্থ হয় অসুরের কাছে
                কখনও কখনও, মাঝে মাঝে

সব টিকে থাকবে ততদিন
  যতদিন তাদের আয়ুষ্কাল
  তারপর কালের সমুদ্রে হবে লীন

চিরটাকাল থাকবে সেই ভালোবাসা,
যার হাতে লেখা সবার আয়ুষ্কাল
     বিশ্বকে বুকে নিয়ে
   বুকের মধ্যে একা - অনন্তকাল

Category