Skip to main content

যা কিছু পাও

সাদরে নাও

যা কিছু ছেড়ে যায়

সাদরে যেতে দাও

অনাদর বড় বালাই

বড় রুক্ষ। বড় কাঙাল।

যেটুকু থাকে

     সাদরে থাকুক

যা কিছু যায়

   সাদরেই না হয় যাক

অনাদর বড় ঘাতক

   সে কোনোদিন তোমার আঙিনায়

         সাদরে ডাক না পাক

Category