sumanasya
8 April 2023
যা কিছু যায়
মানুষেরই তো যায়
যা কিছু থাকে
মানুষেরই তো থাকে
এই অযুত-নিযুত
গ্রহ নক্ষত্র ঘেরা
উদাসীন অসীমতায়
মানুষই তো বলো
প্রাণে চেতনায়
কয়েক ছটাক
দরদ লেপে বাঁচে
(ছবি: Debasish Bose)