সৌরভ ভট্টাচার্য
2 September 2019
চোখ কান মস্তিষ্ককে বলো
"সব ঝুট হ্যায়!"
তারপর সব কটা প্রদীপ নিভিয়ে
তারাদের নিয়ে কবিতা লেখো
ছবি আঁকো
ঝিঁঝিঁর সচেতন করা ডাককে বলো
প্রলাপ
এরপর যখন তুমি আলের ধারে
মধ্যরাতে
আধা ঘুমে, আধা জাগরণে
তোমার পায়ের নীচে ঘুমন্ত বিষাক্ত সাপ
ভোরের বেলায়
তোমার শিশিরে ভেজা মৃতদেহতে বসে
কয়েকটা কপট নির্লোভ কাক