সৌরভ ভট্টাচার্য
18 November 2020
কিছু সুখ উত্তরাধিকারসূত্রে পেলাম
কিছু সুখ দিল সময়
কিছু সুখ দিল
মানুষ। প্রকৃতি। আকাশ।
রাতের অন্ধকার। ডিমের কুসুম হৃদয় ভোরের রঙ।
কিছু দুঃখ উত্তরাধিকারসূত্রে পেলাম
কিছু দুঃখ দিল সময়
কিছু দুঃখ দিল
মানুষ। সমাজ। প্রকৃতি।
রাতের নিঃসঙ্গ অন্ধকার।
ঝিনুকের শূন্য বুকে
সমুদ্রের ঢেউ ভাঙা শব্দের যাতায়াত
নোনা বাতাসের অবাধ আনাগোনা
সুখ দুঃখের হিসাব রাখবে কে?
যে হিসাব রাখত
সে "এখনই আসছি" বলে সমুদ্র স্নানে গেল
আর ফিরল কই?