Skip to main content

চোখটা চেনা না তো!
তবু ওই চাহনিটা যেন অনেকদিন চোখের
তলায় গোপন করে বয়েছি।


বহুদিনের দিকহারা পাখি মনে হল
তার নীড়ের কাছে এসে ফিরছে ইতস্তত।