Skip to main content

 

আলো। অন্ধকারের সাক্ষী।

ভালোবাসা। বিশ্বাসঘাতকের চোখের উপর রেখে চোখ।

নিয়তি। যার আসার কথা ছিল, যে এসেছে…..যার থাকার কথা ছিল, যে থেকেছে….যার যাওয়ার কথা ছিল, যে চলে গেছে….তাদের থেকে মুখ ফিরিয়ে, এমন জেদ, এমন উদাসীন।

বাগানে কে? ঈশ্বর, না চামচিকে?