Skip to main content
 
        ঈশ্বর, আপনার নামে পতাকার চেহারা বদলাচ্ছে। হিংসা কোথাও দাবানলের মত, কোথাও ধিকিধিকি জ্বলছে। ঈশ্বর আপনি কোন টিমে খেলছেন? নাকি রেফারি বা আম্পায়ারিং করছেন? ঈশ্বর, আপনি সৃষ্টির আদিকাল থেকে একটা কথাও বলেননি। আপনার হয়ে নানা জনে নানা ভাষায় কথা বলেছেন। আপনার নামে দলীয় কার্যালয় খোলা হয়েছে। গেরুয়া, সাদা, কালো নানার পোশাকে রঙে মানুষ আপনার ফেস্টুন নিয়ে প্রচার চালিয়েছে। দুর্ভিক্ষে ত্রাণ পৌঁছিয়েছে, সেবা করেছে, আশ্বাস দিয়েছে। তলে তলে বুঝিয়েছে আপনি নাকি তাদের টিমেই এখন।
        ঈশ্বর, আপনি চুপ। ধর্ষণ, খুন, দাঙ্গা, দুটো বিশ্বযুদ্ধ - আপনি নীরবে দেখে চলেছেন। প্রতিদিন আপনার নতুন নতুন মুখপাত্র জন্মাচ্ছে পৃথিবীর অলিতে-গলিতে। আপনি নীরব। আচ্ছা আপনি কি ইঙ্গিতে কথা বলেন? আর বলবেন না প্লিজ। ইঙ্গিত বোঝার থেকে বোঝানোর লোক বেড়ে গেছে প্রচুর।
 
        ঈশ্বর আপনি কি পদত্যাগ করেছেন?