ঈশ্বর, কেমন আছেন? ভাল থাকার কথা নয় যদিও, জানি। শিশু আর পাগল ছাড়া ভাল থাকা খুব শক্ত প্রভু।
আপনার এ সৃষ্টির কোনো ব্লুপ্রিন্ট করা ছিল আগে থেকে? অবশ্য অনেকে বলেন আপনি নাকি খেলতে খেলতেই বানিয়ে ফেলেছেন এতবড় কাণ্ডটা। তা খেলা যে এতদূর গড়াবে তা বোধহয় ধারণা করতে পারেননি আগে থেকে। দেখুন ঝড়, সুনামি, ভূমিকম্প এগুলো নিয়ে কিছু বলার নেই। ওগুলো এত বড় সিস্টেমে একটু আধটু হার্ডওয়্যার কি সফটওয়্যার প্রবলেম হতেই পারে। আসল ঝামেলাটা ওখানে না।
আসল ঝামেলাটা মন নিয়ে।
একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই মনটা আপনি পুরো বানাতে পেরেছিলেন? আমার কেন জানি মনে হয়, মনটা বানাবার সময়, বেটা আপনার হাত পিছলে সুড়ুৎ করে আমাদের শরীরে মাথায় বুকে ঢুকে পড়ে। ব্যাস আর তাকে পায় কে! বিশ্বজোড়া তাণ্ডব লাগিয়ে দিয়েছে।
একটা কথা খুব জানতে ইচ্ছা করে, আপনার মন আছে? লোকে বলে আপনি নাকি বিশুদ্ধ চেতনা। তা হলে আর বুঝবেন কি করে। লোভ, ঈর্ষা এগুলোর সাথে বাস করার কি জ্বালা। এ দিল্লীর দিকে টানে তো সে চেন্নাই এর দিকে টানে। মাঝখানে আমার অবস্থা ফালা ফালা।
বুদ্ধি? হ্যাঁ সে তো আছেই। কিন্তু তার বাস তো কৈলাসে, মানে মস্তিস্কে। আর এ কৈলাস আপনার কৈলাসের মত ঠাণ্ডা না। তার ওপর তিনি ওপর তলার , বুকের মধ্যে কি হচ্ছে সে তিনি টেরও পাননা। আর টের পেলেও শুনছে কে? মন বেটা এমন হতচ্ছাড়া যে একেও বশ করে ঘোল খাইয়ে দেয়। মুশকিলটা কি বলুন তো, মনটা যে পরিমাণ আপডেটেড ভারসান, বুদ্ধিটা সেই তুলনায় অনেক ব্যাকডেটেড।
মন একজনের কথা শোনে অবিশ্যি। ভালোবাসা। আচ্ছা ঈশ্বর আপনি ভালোবেসেছেন? শুনেছি আপনি আবার নাকি অদ্বিতীয়। দুই না হলে প্রেম আসবে কি করে? কে থাকে আপনার সাথে? আপনার হরমোন সিস্টেম আছে? নেই, জানি। থাকলে বুঝতেন প্রেম শুধু শ্বেতশুভ্র না, গোলাপের মত লাল। আবার তেমন তেমন ক্ষেত্রে রক্তের মত লালও হয়ে যায়। কালো ঝড়ের মতও হয় কখনো কখনো। সে সব কথা থাক। আরেকটা কথা কি জানেন, আপনি তো অনন্ত তাই কিছু হারাবার ভয় নেই আপনার। আমাদের যা মেলে তা তো ছিঁটেফোঁটা সময়ের মধ্যে। তার উপর তাকে রোগ, মৃত্যু এসবের শাসনেও মাথা পেতে থাকতে হয়। আপনার তো সে সমস্যা নেই, অনন্তে আর কি হারাবে। আমরা অসীম, অনন্ত এসব কানেই শুনেছি। অনুভব করি নি। তাই যে লোকটা সারাজীবন ‘মরতে পারলেই বাঁচি’ বলল, সেও স্বর্গে যাওয়ার সময় এলে হাত পা ছুঁড়ে , যাব না গো বলে কাঁদতে বসে। এটা মায়া? হতে পারে। মায়ার সাথেই তো বাস গো। মায়া কাটাতে গেলে চোখে শূন্য দেখি।
লোকে বলে আপনি মা বাপ। আচ্ছা আপনার দশমাস আমাদের পেটে ধরতে হয়েছিল? প্রসব যন্ত্রণা? নাড়ি ছেড়ে বেরোবার সুখ? জানি না। আমাদের এই সংসারের মায়ের ভালোবাসা দেখে আপনার ভালোবাসা বুঝতে চেয়েছি। মেলে না জানেন। লোকে যখন আপনার নামে কাটাকাটি করে মরে, আমার খুব অবাক লাগে। এরা কি দেখেছে আপনাকে? আমার আরেকটা ভয় করে। আপনার সম্বন্ধে যা সব আজগুবি গল্প ছড়িয়ে, আজ থেকে চার পাঁচ হাজার বছর পরে না - হ্যারি পটার, স্পাইডারম্যান, ব্যাটম্যানের পূজো শুরু হয়ে যায়। আর তখন যেই কেউ বলতে গেল, এরকম কিছু ছিল না, অমনি প্রকাশ্য রাস্তায় তাকে "রে রে" করে মেরে ফেলা হল। সবাই বিশ্বাস করবে আপনি ওইসবই - ম্যাজিসিয়ানের মত কিছু একটা। আর জে কে রাউলিংদের মত লেখকদের মনে করা হবে মশীহা। কি ভয়ঙ্কর ব্যাপার হবে না?
যা হোক, ভাল থাকবেন। নিজের যত্ন নেবেন। আমরা আমাদের এই বিনাশশীল শরীর, মন, বুদ্ধি নিয়ে এই খণ্ড সময়ের মধ্যে যেটুকু পারি আপনাকে আর আপনার সৃষ্টি এই সংসারকে বুঝতে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাবও। জানিনা ক্রস কানেকশান হল , না লাইনটা লাগল। ভাল থাকবেন, আজ আসি, টাটা।