Skip to main content

হে সর্বশক্তিমান ঈশ্বর,
    মেয়েটার তো বয়েস ছ' বছর ছিল
        ওকে যখন তুলে নিয়ে গেল

            আপনারই সামনে

হে সর্বশক্তিমান ঈশ্বর,
  ওর কাঁধে, পিঠে, কোমরে নখের আঁচড়ের দাগ
     মেয়েটা নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা করেছিল
    
         আপনারই সামনে

হে সর্বশক্তিমান ঈশ্বর,
   ছ'বছরের মেয়েটা ধর্ষিত হতে হতে মারা গেল
       তখন হরিয়ানার রাতের আকাশে কত তারা!

       আপনার নাকি অপলক সর্বত্রগামী দৃষ্টি!

হে সর্বশক্তিমান ঈশ্বর,
    ছ'বছরের মেয়েটার পেটের মধ্যে ২৪ সেন্টিমিটার
         একটা লাঠি পাওয়া গেল
    ওরা ঢুকিয়ে দিয়ে গিয়েছিল
              মৃত্যু সুনিশ্চিত করতে

                আপনারই সামনে

তবু আজ সকালে
  সব কটা মন্দির মসজিদ চার্চ খুলেছে
          স্তবস্তুতি প্রার্থনা চলছে

হে সর্বশক্তিমান ঈশ্বর
  আপনি অভিশপ্ত আপনার অমরত্বে
     নইলে ওই মাড়িয়ে যাওয়া মৃত ফুলটার পাশে
         আপনারও ক্ষত-বিক্ষত দেহ পাওয়া যেত

Category