সৌরভ ভট্টাচার্য
26 February 2017
Idea of justice, Identity and violence ইত্যাদি বইয়ের লেখক, তথা নোবেলবিজয়ী লেখকের প্রায়শই বর্তমান ভারত সরকার ও তার নীতি নিয়ে কড়া সমালোচনা শুনছি। কিন্তু বিগত কয়েকমাস যাবৎ মার্কিনমুলুকে যে চূড়ান্ত গণ্ডগোল-ডামাডোল চলছে সেই নিয়ে তেমন বিস্ফোরক কিছু মন্তব্য এখনো শুনছি না কেন বুঝতে পারছি না, আমার মনে হয় আমি মিস করে গেছি। নোম চমস্কিবাবু থেকে মেরিল স্ট্রীপ, সুন্দর পিচাই থেকে জুকেরবার্গ যেভাবে তড়পে উঠেছেন সেভাবে কেন এইবেলায় পাচ্ছি না?
অবশ্যই আমি রাজনৈতিকভাবে নিরপেক্ষ নই, আমার বিশ্বাস কেউই নন, তবু এই পোস্টের জন্য আমায় যেন মোদী অনুরাগী লেবেল সাঁটিয়ে বসবেন না। অস্বস্তিটা শেয়ার করলাম আর তথ্যের অপেক্ষায় রইলাম। সবাই বলার পর বলবেন এমন আশা হয় তো করা ঠিক না.....