Skip to main content
ইছামতী

ইছামতী, তোমায় আমি আজ দেখলাম চোখের বাইরে
   ঠাকুমার চোখে দেখেছি তো সেই জ্ঞান না হতেই
         ঘর ভাঙানো কান্না গানে

ইছামতী, 
আমার অদৃশ্য উড়াল ফাঁকি দিল যেই সীমার শাসন
    সাশ্রু নয়নে ঠাকুমা দাঁড়ালো
      ছিঁড়ে ফেলা দেশ, মৃত্যু বাঁধন

ইছামতী,
তোমার এ পাড়, ও পাড় ঢেউ ভাঙছে একই স্বরে
বিভ্রান্ত তুমি যখন তখন, 
   কে কেঁদে দাঁড়ালো?
        তাকিয়ে রইল কে কোন তীরে?

তৃষ্ণা বাষ্প মেঘ হয়ে ওড়ে এ পার, ও পার
তুমি লুকিয়ে দেখো স্বদেশ স্পর্ধা, জীবন বাজি
  মাটি ভাঙলেই স্রোত ভাঙে না তো!
         মৃত্যু চিলের ডানা ছুঁয়ে ওড়া আতসবাজি

ইছামতী, তুমি সত্যি নদী
     সীমার আড়াল - মিথ্যা দেখা
নদী কোনোদিন সীমা মানে নাকি?
স্রোতের শপথে তুমি ধরে থাকো
                     জীবন রেখা
 

Category