Skip to main content

ইচ্ছাই শিব, ইচ্ছাই অশিব। যখন ভাবি তোমায় ভালোবাসব, একটা ফুল উপহার দেব, কি একটা কবিতা শোনাব- কোনো যুক্তি সাজাতে হয় না মাথার মধ্যে। খুব সহজেই আমার সারা সত্তা সাড়া দেয়, নিজের সাথে নিজের কোনো বিরোধ হয় না, হাল্কা লাগে।
      এর বিপরীতটা যখন হয়, যখন মনে হয় আজ তোমার সাথে ভাল ব্যবহার করব না, একটা ফাঁদ পাতব, যাতে তুমি মুখ থুবড়ে পড়ো ইত্যাদি, আমার মাথায় তখন যুক্তির মেলা - কেন করব না? ও খারাপ ব্যবহার করেনি আমার সাথে? আমি করলেই দোষ!? ইত্যাদি। সারা সত্তা আর সহজে সাড়া দেয় না। তাকে রাগের নেশায় জাগাতে হয়, প্রতিশোধের মদ গিলিয়ে মত্ত করে তুলতে হয়। তবে সে, হারেরে করে ঝাঁপিয়ে পড়ে তোমার ঘাড়ে। কি সে ঘোর! কি বিশ্রী, কি উগ্র সে সুখ!
     সদিচ্ছাই প্রাণের সুখ, শান্তি, আনন্দ। যাঁকে বলি শিব। বিপরীতে, অসদিচ্ছাই অসন্তোষ, ঈর্ষা, ক্ষোভের মূল, যা অশিব, অসুন্দর।